বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি” বিইউজেএস এর ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল ২০২০ বৃহস্পতিবার বিকালে ঢাকার তোপখানাস্থ্য বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক এম এ মমিন আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা স্থায়ী কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক রামিমা নেওয়াজ নিশি।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ হেলাল চৌধুরী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিইউজেএস এর সদস্য সচিব বিএম আশিক হাসান।
কাউন্সিল অধিবেশনে সম্মানিত সকল কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠাতা আহবায়ক এম এ মমিন আনসারীকে চেয়ারম্যান ও বিএম আশিক হাসান কে মহাসচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
বিইউজেএস এর ১১ দফা বাস্তবায়নের লক্ষে উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ১১ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন সহ সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি:
Leave a Reply