ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:
বাজার সিন্ডিকেটে আ.লীগের প্রেতাত্মারা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে ছাত্র আন্দোলনে শহীদ জুনায়েদ আল হাবিবসহ অন্যান্যদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
রুহুল কবীর রিজভী আরো বলেন, স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাসে শেখ পরিবারে কোন অবদান নেই। আওয়ামী লীগের নেতাদের থাকতে পারে। ওই পরিবারের লোকজনের দেশপ্রেম নেই। আছে শুধু টাকার, অন্যের বাড়ী-ঘর দখলের প্রেম ও অন্যের স্ত্রীকে তুলে নেওয়ার প্রেম। বর্তমানে তাদের এসব কুকৃর্তি এখন বের হচ্ছে। তবে এসব আমার বানানো কোন কথা নয়। আওয়ামী লীগ সরকারের লোকদের মোটেও দেশপ্রেম নেই। তারা মুখে দেশপ্রেমের কথা বললেও অন্তরে তারা ভিন্ন। তারা যে গণহত্যা সৃষ্টি করেছেন দেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। এটা জনগণের কথা। ফেরাউনের রাজত্ব বেশি দিন থাকতে পারে না।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায় খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় এসময অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, বিজি রশিদ নওশেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে জেলার অন্যতম সমন্বয়ক ও ছাত্রদল কর্মী জুনাইদের পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দেন। পরে মরজাল বাসস্ট্যান্ডে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি। মরজাল থেকে নরসিংদী আসার পথে ইটা খোলায় একজন পথসভায়ও বক্তব্য রাখেন বিএনপির এই সিনিয়র নেতা।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: news.jonakitv@gmail.com
Copyright © 2024 Jonakitv. All rights reserved.