বিনোদন ডেস্ক:
বাবা অধ্যাপক নুরুল আমিন চৌধুরীর কথায় সুর ও কন্ঠ দিলেন মেয়ে নুর জাহান শরীফ স্বপ্নি। মৌলিক গানটির শিরোনাম মনের অন্তপুর। গানটি মগবাজারে এ আর স্টুডিওতে রেকর্ড সম্পন্ন হয়। গানটি মিউজিক কম্পোজিশন করেছেন এম এ রহমান। গানটির ভিডিও নির্মাণ করবেন স্বাধীন বাবু।
গানটি রেকর্ড এর সময় কন্ঠ শিল্পী ও সুরকার নুর জাহান শরীফ স্বপ্নি বলেন- মনের অন্তপুর গানটি বাবার স্বপ্ন, আমি সুর করেছি কন্ঠ দিয়েছি প্রকাশ করতে পেরেছি। আমি খুবই আনন্দিত! বাবার লেখা অনেক গানের মধ্যে এই গানটি বাবার এবং আমার খুব পছন্দের। আশা করি নতুন ধাঁচের এই গান সবার ভালো লাগবে। অনেক ধন্যবাদ শিল্পী সুরকার গীতিকার মিউজিক ভিডিও নির্মাতা স্বাধীন বাবু কে, তিনি ভিডিও নির্মাণ করে দিয়েছেন। গানটি বাংলাদেশের জনপ্রিয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অবমুক্ত করা হবে।
Leave a Reply