শাহাদাৎ হোসেন রাজুঃ
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বালাপুর জমিদার বাড়ী পরিদর্শন করেছ। শুক্রবার বিকেলে তিনি স্বামী সন্তানসহ নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নস্থ বালাপুর জমিদার বাড়িটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বালাপুর জমিদার বাড়ির বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। এসময় তার সাথে ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া, নেজারত ডেপুটি কালেক্টর শাহরুখ খান, পাইকারচর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম প্রমূখ ব্যক্তিবর্গ।
জমিদার নবীন চন্দ্র সাহার পরিত্যক্ত এই পুরাকীর্তি গণ্য করে প্রত্নতান্ত্রিক নিদের্শণ হিসেবে সংস্কারের বিবেচনা আনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে লিখিত আবেদন করা হবে বলে উপস্থিত সবাই আশ্বস্ত করেন। উল্লেখ্য জমিদার বাবু নবীনচন্দ্র সাহা বালাপুরে ৩২০ বিঘা জমির উপর এ বাড়িটি প্রতিষ্ঠা করেন। বাড়ীতে রয়েছে একটি একতলা, একটি দুইতলা ও একটি তিনতলা ভবন ।
তিনতলা ভবনটি একশত এক (১০১) কক্ষ বিশিষ্ট। ৯২ শতক জমি জুড়ে একটি পুকুর রয়েছে। পুকুরটিতে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ঘাট রয়েছে। এছাড়াও জমিদার বাড়িটিতে একটি মন্দির ও দুর্গাপূজার মণ্ডপ রয়েছে।
Leave a Reply