নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংকটের মধ্যে চালু হতে যাওয়া বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এছাড়াও প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। শনিবার বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে। সোমবার থেকে চলা প্রতিটি বাসে আসনের অর্ধেকসংখ্যক যাত্রী বহন করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
বিআরটিএ চেয়ারম্যান ইউছুব আলী মোল্লা জানান, ৫০ ভাগ সিট খালি রাখায় বাস মালিকরা লোকসানে পড়বেন। তারা ভাড়া শত ভাগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন। কমিটির সবার উপস্থিতিতে ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর জন্য সুপারিশ করা হয়েছে।
তিনি জানান, এ সুপারিশ শনিবার অথবা রবিবার সকালের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলে করোনাকালের জন্য এ ভাড়া প্রযোজ্য হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের ভাড়া নেয়া হবে।
এদিকে বিদ্যমান ভাড়ায় আগামীকাল রবিবার থেকে আপাতত লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া রেলেও আপাতত ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/৩০-০৫-২০ইং
Leave a Reply