গাইবান্ধা প্রতিনিধি
বাড়ী ফেরার পথে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঝড়ের মধ্যে রডবাহী ট্রাক উল্টে প্রাণ গেল ১৩ জনের । ওই ট্রাকে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে পুলিশের ধারণা। বৃহস্পতিবার (২১ মে) সকালে জুনদহ এলাকায় ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। ঝড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। তাতে ট্রাকের ওপরে থাকা ১৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটি সরিয়ে লাশ উদ্ধার করে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়ে গিয়েছিলাম। ট্রাক ও রড সরাতে গিয়ে ১৩ জনের মৃতদেহ রডের নিচে চাপা পড়া অবস্থায় পাই। আমাদের ধারণা ছিল না যে রডের নিচে এতগুলো মৃতদেহ পড়ে আছে। দুর্ঘটনার সময় সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল।’
দুঘটনার পর পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/২১-০৫-২৯ইং
Leave a Reply