নরসিংদী প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা বিএনপি। শনিবার দুুপুরে জেলা বিনএপির চিনিশপুরস্থ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় এসে শেষ হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক দ্বীন মাহাম্মদ দীপুসহ জেলা বিএনপি ও সহযাগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি মহাসড়ক অতিক্রম কালে পুলিশি বাধার মুখে পড়ে। পরে দলীয় নেতাকর্মীরা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন । এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সরকারের নানা সমালোচনা করে অতি দ্রুত দলীয় প্রধানের নি:শর্ত মুক্তি দাবী করেন।
সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক দ্বীন মাহাম্মদ দীপু, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হারিস রিকাবদার, রায়পুরা উপজলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু, যুগ্ম সম্পাদক দিদার হাসন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, জেলা মৎস্যজীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলন,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সজল,জেলা স্বেছাসেবক দলের সভাপতি ভিপি নাসির।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply