নিজস্ব প্রতিবেদক
স্বামীর পাশেই চির নিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের মাতা জুহুরা বেগম। বুধবার বাদ আসর জানাজার নামাজ শেষে নরসিংদীর শিবপুর উপজেলার বালিয়াহানি গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে স্বামীর পাশেই তাকে দাফন করা হয়।
এর আগে বাদ আসর বালিয়াহানী আড়ালি স্কুল মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে খায়রুল কবির খোকন ও তার বড় ভাই রফিকুল ইসলাম রুনু তাদের মায়ের জন্য উপস্থিত সকলের দোয়া চান।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ খান, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান উদ্দিন ভূইয়া, সহ সভাপতি মন্জুর এলাহী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, ইন্ডিপেন্ডেট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনূল ইসলাম বাচ্চু, যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবীব, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, নরসিংদী শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি কবির আহমেদ, সভাপতি জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ, সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, সাংগঠনিক সম্পাদক মুকাররম ভূইয়া, জেলা মৎসজীবি দলের সভাপতি হাবীবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোশারফ সজল, নরসিংদী সরকারী কলেজের সাবেক জিএস দিপক কুমার প্রিন্স, সাবেক এজিএস মাহমুদ হাসান চৌধুরী সুমন, ছাত্র দলে সাবেক সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকির রনি, ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদসহ বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যূবরণ করেন।
পরে বাদ জোহর ঢাকাস্থ খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদ তার প্রথম জানাজার নামাজ শেষে লাশ বহনকারী গাড়ীতে করে তাকে শিবপুরস্থ গ্রামের বাড়ীতে নিয়ে আসনেন। মরহমার মৃত্যূর খবরে আত্মীয় সজনসহ শত শত নারী পুরুষ তাদের গ্রামের বাড়ীতে এসে ভীড় জমায়।
মৃত্যূকালে মরহুমার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি খায়রুল কবির খোকনসহ ৩ ছেলে ৩ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
Leave a Reply