ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: বিএনপি জামায়াতের একমাত্র অস্ত্র সহিংসতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার বিকেলে তিনি দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্ত্রব্য করেন। মন্ত্রী আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা এখনো সক্রিয়। তারা অসত্য খবর প্রচারের মাধ্যমে এই সমাজকে আবারও অস্থির করার চেষ্টা করছে।জিনিস পত্রে দাম বাড়িয়ে দিচ্ছে।অন্য দল থেকে যেন সুবিধা বাদিরা আমাদের দলে ঢুকে পড়ে জনগণ থেকে আমাদের বিভ্রান্ত করতে না পারে।সেই জন্য আমাদের সজাগ থাকতেহবে। তারা যেন বিশৃঙ্খলা করতে না পারে এবং সন্ত্রাস তৈরি না করতে পারে।
সম্মেলনে অন্যদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্বাসআলী ও আবু তোয়াবুর রহমান সহ জেলা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিট আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply