শিল্পপতি ও বিএনপি নেতা শামসুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড়ের কার্যালয় থেকে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, ‘কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেঘনা গ্রুপের দায়ের দুটি মামলায় শামসুল আলমের সাজা হয়েছে। আদালত থেকে জারি করা সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।’
শামসুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী-বাকলিয়া আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। এরপর কিছুদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০১৪ সালের নির্বাচনের পর থেকে শামসুল আর রাজনীতির মাঠে সেভাবে সক্রিয় নন।
Leave a Reply