নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে “ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীষর্ক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল আলোচনা সভায় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কমল কুমার ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নরসিংদী সরকারি কলেজের সাবকে অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া।
অনুষ্ঠানে সংযুক্ত থেকে আলোচনায় যোগদেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নিবার্হী মোহাম্মদ আনোয়ারুল নাসের, সেক্টর কমান্ডার ফোরাম ৭১, এর নরসিংদী জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান,নরসিংদী প্রেসক্লাব সভাপতি মাখন দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয় দিবসের শুভেচ্ছা উপহার হিসেবে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলেদেন। এসময় জেলা প্রশাসনের পক্ষে থেকে জানানো হয় জেলার ভাতাভোগী ৪ হাজার ২৯৭ জন মুক্তিযোদ্ধাদের এ উপহার প্রদান করা হবে।
Leave a Reply