— মিতা প্রধান
আমি বিরহ নিয়েছি চিনে,
আমায় ভাসিয়ে নিয়ে যাক বিরহের প্লাবন।
বিরহের বাধনে বেঁধে বাঁচতে চাই আজীবন।
আমি দুঃখ মাখাবো গায়ে বুকে নিবো অনল
পারবে না আর পোড়াতে আমায় যতই কর সাধন।
আমি কষ্ট নিয়েছি চিনে সখা হয়েছে সে আমার দারুণ,
গলায় গলায় ভাব হয়েছে খুশীতে করেছি বরন।
আমি অনিদ্রা কে করেছি আপন জেগে দেখছি স্বপন
একাকিত্বের দারুণ সাধে ভরাচ্ছি হৃদয় অঙ্গন।
Leave a Reply