সালেক আহমেদ পলাশ:
শিক্ষকরা সমাজে মানুষ গড়ার কারিগর হিসেবে স্বীকৃত ও সমাদৃত। যারা এ সত্যকে হৃদয়ে গেঁথে পেশাগত দায়িত্ব পালনে আত্মনিবেদিত তারাই হন স্মরণীয় ও বরণীয়।এমনই একজন মরহুম ফজলুল হক ভূঁইয়া। যিনি হক স্যার হিসেবে শিক্ষার্থী অভিভাবক তথা সর্বমহলে সুপরিচিত। তিনি নরসিংদী শহরের ব্রাক্ষন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করতেন। শিক্ষার্থীদের কোমল কঠোর শাসনের বেড়াজালে আবদ্ধ রেখে পিতৃ স্নেহ মমতায় শিক্ষার্থীদের হৃদয়-মনকে সুশিক্ষার আলোয় আলোকিত করতে সর্বদা সচেষ্ট ছিলেন। যারা হক স্যারের আদর্শ ও চিন্তা চেতনায় নিজকে উজ্জীবিত করতে পেরেছে তারাই প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠেছে এবং কর্মজীবনে স্ব-স্ব অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছে। হক স্যার শুধুমাত্র মানুষ গড়ার কারিগরই ছিলেন না তিনি নরসিংদীর স্থানীয় সাংবাদিকতার অন্যতম পথিকৃৎও বটে । এ পর্যায়ে তিনি সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যাশায় সমাজ সংস্কারক এর ভূমিকায় অবতীর্ণ হন। সময়ের সাহসী প্রকাশনা স্লোগানে সাপ্তাহিক আজকের চেতনা নামে একটি পত্রিকার সম্পাদনা ও প্রকাশনা শুরু করেন। সমাজের অন্যায়- অত্যাচার, দূর্নীতি- অনিয়ম তথা নানা অসঙ্গতির কথা পত্রিকায় তুলে ধরেন। তার সাহসী লেখনি, সম্পাদনা ও প্রকাশনার কারণে পত্রিকাটি সর্বস্তরের পাঠক মহলে সমাদৃত হয়। যা আজও বিদ্যমান রয়েছে। যে সমস্ত তরুণ উদ্যমী সংবাদকর্মী হক স্যারের স্নেহধন্য হয়েছে তারা আজ স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠিত। আজ এ ক্ষণজন্মা কাল জয়ী কর্মবীর সর্বজন শ্রদ্ধেয় হক স্যারের ১৭ তম মৃত্যুবার্ষিকী । ১৯৩৪ সালে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং ২০০৩ সালের ১৫ জুন তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন । একজন ছাত্র ও চেতনা পরিবারের সদস্য হিসেবে আমি স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। হে পরম করুণাময় সৃষ্টিকর্তা তুমি স্যারকে জান্নাতুল ফেরদৌস দান কর।আমিন।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: news.jonakitv@gmail.com
Copyright © 2024 Jonakitv. All rights reserved.