ইমন মাহমুদ লিটন,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৯জুন)বিকেলে শিমুলকান্দি বাজারে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর স্হায়ী কার্যালয় সামনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, ভৈরব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম।শিমুলকান্দি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, আওয়ামী লীগ নেতা ফয়েজ মিয়া,৪নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য তোফায়েল হোসেন সরকার,উপদেষ্টা সচিব ও প্রতিষ্ঠাতা সদস্য আলাউদ্দিন, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ আব্দুল আউয়াল ও দেলোয়ার হোসেন। উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ বেনজামিন,রিয়াদ আরফিন কিরন,সোহেল সরকার,মাহমুদুল হাসান,ডাঃ আসাদুজ্জামান, মনিরুজ্জামান মুন্না,মোস্তাক হোসেন,সজল আহমেদ,আব্দুর রউফ,সম্মানিত সদস্য ডাঃ মাসুূদ রানা। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ শিমুলকান্দি ইউনিয়ন সাবেক সভাপতি খান মোহাম্মদ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক বাপ্পি সরকার ও সাবেক সভাপতি বশির আহমেদ অনিক-সহ ছাত্র সংসদের কার্যকরী সদস্যবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।
২০২৩-২৪ কার্যকরী কমিটি মোঃ লিটন মিয়া কে সভাপতি, সিনিয়র সহসভাপতি সানাউল আলম সানি, সাধারণ সম্পাদক তারেক বিন ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রোহান কে নির্বাচিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সমমান পড়ুয়া ছাত্রদের নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হলো।
এই কমিটির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,শিমুলকান্দি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং আছে। সেই সাথে উপজেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে ইতিবাচক সাড়া দিব আমরা।
Leave a Reply