May 18, 2024, 12:38 am
শিরোনাম :
আসছে পলাশ-মিতু’র বিয়াই বিয়াইন সাইফুল বারীর কথায় গাইলেন কামরুজ্জামান রাব্বী ডেপুটি স্পিকারের সঙ্গে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাদের সাক্ষাৎ রায়পুরায় হত্যা মামলার আসামীর বিরুদ্ধে বাদীপক্ষের বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আমি আপনাদের সেবা করতে এসেছি শাসন করতে নয়; মত বিনিময় সভায় লায়লা কানিজ কোন তরুণ-তরুণী আর কর্মহীন ও বেকার থাকবে না : পলক শেরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন বেলাবতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ইশতেহার ঘোষনা আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে; শেরপুর নবাগত এসপি আকরামুল আবারও বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান

বিয়েতে পিয়াজের মালাবদল বর-কনের

পিয়াজের দাম এখনও আকাশছোঁয়া, মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে। এমন অবস্থায় নিজেদের বিয়েতে ফুলের বদলে পিয়াজ ও রসুনের মালা বদল করলেন নতুন এক দম্পতি। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর।

ওই দম্পতির বক্তব্য, পেঁয়াজের অগ্নিমূল্যের কারণে তাদের এই প্রতীকী প্রতিবাদ। এমনকি তাদের বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসাবে আসা অনেকেও নবদম্পতিকে উপহার হিসাবে পিয়াজের বাস্কেট দিতে দেখা যায়। বর ও কনেকেও তা হাসিমুখেই তা গ্রহণ করতে দেখা যায়।
সমাজবাদী পার্টির (সপা) নেতা কমল প্যাটেল জানান, গত মাস থেকেই পিয়াজের দাম আকাশ ছুঁয়েছে, পিয়াজের মূল্য কেজি প্রতি ১২০ রুপি। তাই মানুষ এখন স্বর্ণের মতো এই পণ্যকেও মহা মূল্যবান বলে গণ্য করছেন। এই বিয়েতে বর ও কনে পিয়াজ ও রসুনের মালা ব্যবহার করেছেন।

সমাজবাদী পার্টির আরেক নেতা সত্য প্রকাশ জানান, পিয়াজসহ অন্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদেই নতুন এই দম্পতি একটা বার্তা দিতে চেয়েছেন। এই বিষয়ে আমাদের দলও বিভিন্ন সময়ে প্রতিবাদে সামিল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা