নিজস্ব প্রতিবেদক:
মা কথাটি চোট্ট অতি কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই। মার অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণ ধারণ করা সম্ভব নয়৷ তিনি আমাদের গর্ভধারিনী, জননী৷ এই মাকে তাঁকে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের হয়ত কোনো প্রয়োজন নেই৷ তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবারটিকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
আজ এই বিশ্ব মা দিবসে মাকে নিয়ে স্মৃতিচারণ করে এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান জানান; আমার মায়ের কাছে আমি তার শ্রেষ্ঠ সন্তান। মা দিবসে আমি শুধু আমার মায়ের জন্য না, পৃথিবীর সকল মায়েদের জন্য দোয়া করছি এই রমজানে আমার বিশেষ দোয়া পৃথিবীর সব মাদেরকে আল্লাহ যেন সুস্থ রাখে সহিসালামতে রাখে।পৃথিবীর সকল মা কে শ্রদ্ধা ও ভালবাসা। তিনি আরও জানান;বৃদ্ধাশ্রম ও অনাত আশ্রম একসাথে হওয়া উচিৎ এতে করে বৃদ্ধরা পাবে সন্তান আর অনাত রা পাবে পিতা মাতা ।
Leave a Reply