মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ-উইন্ডিজ ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে সফরকারীদের আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের জন্য।
সকাল থেকে মিরপুরের আকাশে জমতে থাকে কালো মেঘ।খেলা দিবারাত্রির হলেও ম্যাচের শুরু থেকেই জ্বলে ফ্লাড লাইটের আলো।
শেষ পর্যন্ত বৃষ্টি হানা দেয় ম্যাচের ৩ ওভার ৩ বলের মাথায়। এর আগে উইন্ডিজরা ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৫ রান। ওপেনার সুনীল অ্যামব্রিসকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ৭ রানে বিদায় করেন পেসার মোস্তাফিজুর রহমান।
উইকেটে অপরাজিত আছেন জশুয়া দা সিলভা ও আন্দ্রে ম্যাকার্থি। জশুয়া, ম্যাকার্থি উভয়েই অপরাজিত আছেন সমান ৪ রানে।
ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, কাইল মায়ের্স, জাহমার হ্যামিল্টন, রেমন রেইফার, আলঝারি জোসেফ ও চেমার হোল্ডার।
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।
Leave a Reply