শার্শা(যশোর)প্রতিনিধিঃযশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে ট্রাকের ধাক্কায় শহর আলী (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।সোমবার ভোরে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।নিহত শহর আলী বেনাপোল পৌরসভার ভবেরবেড় গ্রামের জলিল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত যুবক ভোরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী রাস্তার ওপর তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ শহর আলীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান সড়ক দূর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘাতক ট্রাকটি সন্ধান চালানো হচ্ছে সন্ধান পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply