শার্শা (যশোর) প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬৫ হাজার ৪শত মার্কিন ডলারসহ সজীব হোসেন (২৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার বিকালে বেনাপোল বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক সজীব সরিয়াতপুর জেলার নড়িয়া থানার নড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে যায়, এক হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমান মার্কিন ডলার নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল বাস স্ট্যান্ডে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাবের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪শত মার্কিন ডলারসহ সজিবকে আটক করে।বাংলাদেশি টাকা প্রায় ৫৬ লাখ টাকা। এ ব্যাপারে আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply