বেলাব থেকে বাকি বিল্লাহ
নরসিংদীর বেলাবতে কাভার্ট ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে বেলী আক্তার (২৭) নামে নরসিংদী সরকারী কলেজের মাস্টার্স পড়ূয়া এক ছাত্রী নিহত হয়েছে। শনিবার সকালে পোড়াদিয়া-বেলাব আঞ্চলিক সড়কের উপজেলার বীর বাঘবের নতুন বাজার নামক স্থানে দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশী জানান,১৬ জানুয়ারী শনিবার সকালে বীর বাঘবের গ্রামের সজিব সরকারের স্ত্রী বেলী আক্তার স্বামীর সাথে মোটরসাইকেল যোগে কলেজে কোচিং করার জন্য যাচ্ছিলেন, বীর বাঘবের( নতুনবাজার) নামক স্থানে পৌঁছালে অন্য একটি অটোরিক্সাকে অভারটেকিং করার সময় বেলী আক্তার তার স্বামীর পিছনে বসা অবস্থায় মোটরসাইকেল থেকে নিচে পরে যাই, ওইসময় পোড়াদিয়াগামী বিপরীত দিক থেকে আসা সেভেন রিং সিমেন্ট কোম্পানির একটি কভার ভ্যান, ঢাকা মেট্রো ট-১১,৪৭০৭(ট্র্যাক) তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। নিহত বেলী আক্তারের আড়াই বছর বয়সের একটি কন্যা সন্তার রয়েছে।
বেলাব থানার উপ পরিদর্শক(এসআই) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত দিয়ে লাশ নিয়ে যায়।
Leave a Reply