আবু হানিফ, বেলাব (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর বেলাবতে কয়েল থেকে আগুন লেগে বসতঘর আসবাবপত্র ও নগদ টাকা সহফার্মের মুরগি পুড়ে ছাই। খবর পেয়ে বেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রেন আনে। মঙ্গলবার রাত ৯টাই বেলাব উপজেলা আমলাব ইউনিয়নের আমলাব গ্রামে মিলন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে ঘরে থাকা আসবাবপত্র ও দের লক্ষ টাকা সহ ফার্নিচার পুরে ছাই। মিলন মিয়ার বাড়ির পাশেই ছিলো কালো মিয়ার লেয়ার মুর্গীর ফার্ম সেই ফার্মেও আগুন ছড়িয়ে পড়ে এবং সাত শত লেয়ার মুর্গী পুড়ে ছাই হয়ে যাই। বেলাব ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন বলেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিবাতে সক্ষম হয়েছি।
Leave a Reply