বাকি বিল্লাহ বেলাব(নরসিংদী) থেকে
নরসিংদীর বেলাবতে গাছের চাপায় রাযহান(২৫) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চর উজিলাব মধ্যপাড়া গ্রামের খোকন মিয়ার কাঠ গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার চর উজিলাব পূর্বপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
নিহত রায়হানের সাথে থাকা কাঠুরে মুন্তাজ মিয়া জানান, সোমবার সকালে রায়হান, সোহেল ও সিরাজকে সাথে সাথে নিয়ে তিনি চর উজিলাব মধ্যপাড়া গ্রামের খোকা মিয়ার কাঠ গাছ কাটতে যায়। গাছ কাটা শেষের দিকে মাটিতে পড়ে যাবার আগ মূহুর্তে রায়হন দৌড় দেয়। এসময় গাছ মাটিতে পড়ে গেলে রায়হান গাছের নিচে চাপা পড়ে। এ পরিস্থিতিতে তারা রায়হানকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
এব্যাপারে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. ইমরান জানান, গাছের আঘাতে তার চোখ এবং মাথা থেতলে যায়। হাসপতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই বিষয়ে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply