আবু হানিফ, বেলাব (নরসিংদী):
নরসিংদীর বেলাবতে ব্র্যাক প্রত্যাশা প্রকল্প থেকে অর্থিক অনুদান পেলেন মিজান মিয়া নামে গ্রীস ফেরত এক প্রবাসী।
সোমবার (১২ অক্টোবর) বেলাব উপজেলা মিলনায়তনে এ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। ইউরোপ ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসীদের অর্থনৈতিক, সামাজিক ভাবে ঘুরে দাঁড়াতে ব্র্যাক প্রত্যাশা প্রকল্প মাঠ পর্যায়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে আর্থিক অনুদানের চেক ক্ষতিগ্রস্থ অভিবাসীর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলন মোঃ আদনান (ডি এম), ফাতেমা আক্তার নূপুর (F.O), ওসমান গনি (F.O), আরো উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ফোরাম সদস্যবৃন্দ।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে IOM এর সহযোগিতায় ব্র্যাক মাঠ পর্যায়ে স্থানীয় স্টেইক হোল্ডারদের সাথে সম্পৃক্ত করে দীর্ঘ দিন যাবত উপজেলা পর্যায়ে এই সব বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতা করে আসছে। সে লক্ষ্যে নারায়ণপুর ইউনিয়নের গ্রীস ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসী মিজান মিয়াকে অর্থনৈতিক ও সামাজিকভাবে ঘুরে দাঁড়াতে ব্যবসায়িক সাহায্যের জন্য ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
Leave a Reply