আবু হানিফ, বেলাব প্রতিনিধি নরসিংদীর বেলাবতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দুলালকান্দি গ্রামের সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে দুলালকান্দি দাখিল মাদ্রাসার মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে অংশ নেয় দুলালকান্দি একাদশ ও বিন্নাইবাদ একাদশ। এতে দুলালকান্দি একাদশ ১/০ গোলে বিন্নাইবাদ একাদশকে পরাজিত করে। এসময় এলাকার শত শত ফুটবলপ্রেমি প্রতিদ্বন্ধিতামূলক এ খেলা উপভোগ করেন। খেলা শেষে দুলালকান্দি সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন আঙ্গুরের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়ারদের হাতে ট্রপি তুলে দেন দুলালকান্দি দাখিল মাদ্রাসার সভাপতি হাজী আব্দুস সেলিম। এসময় খেলোয়াড়দের উদ্দেশ্য করে হাজী আব্দুস সেলিম বলেন, তোমরা পারবে আগামীদিনে বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে। তোমরাই হতে পারো বাংলাদেশ স্বপ্নদ্রষ্ঠা।
Leave a Reply