বেলাবতে ১২ই ডিসেম্বর শনিবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদে উদ্যোগে বেগম রোকেয়া দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাল্য বিবাহ বাল্য বিবাহ, ধর্ষণ ও নারী ওকন্যা নিযার্তন সামাজিক অনাচার প্রতিরোধে বাংলাদেশ মহিলা পরিষদ এক মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সম্পাদক নাজরীন হক হেনা।
আরও বক্তব্য রাখেন বেলাব উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মতিউর রহমান (মাষ্টার), ঢাকা মহানগর উত্তর যুব লীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃআজিম উদ্দিন, বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মায়া রাণী দাস, বিশিষ্ট সমাজ সেবক জাহানুল হক বাবুল সহ বিভিন্ন পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বক্তাগন বাল্য বিবাহ, ধর্ষণ, নারী ও কন্যা নির্যাতনের ঘটনায় উদ্যোগ প্রকাশ করে বিভিন্ন রকম প্রস্তাব করেন।
Leave a Reply