মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নরসিংদীর বেলাবতে ও আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা হল রুমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মুক্তাদির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভূঁইয়া, যুবদলের আহ্বায়ক মোঃ আখতারুজ্জামান, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু প্রবীর কুমার ঘোষ, নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কায়সার কাজল, বিন্দাবাইদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতানা রাজিয়া সপ্না, চর উজিলাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম সম্রাট, বেলাব সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সায়েদুর রহমান ভুইয়া শাজাহান, বিএনপি নেতা আবুল কালামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রত্যেক পূজা মন্ডবের জন্য আধাটন করে চাউল বরাদ্দ দেওয়া হয়।
Leave a Reply