এম,ডি হানিফ, বেলাব
বেলাব প্রেসক্লাবের নতুন কার্যালেয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে প্রেসক্লাবের নতুন কার্যালয় বেলাব মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি শেখ আঃ জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শমসের জামান ভূইয়া রিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শারমিন, কেন্দ্রিয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফায়েত হোসেন পলাশ, জেলা পরিষদের সদস্য এডভোকেট শহীদুল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন খান মোমেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম সজিব আহম্মেদ মুনিম, নির্বাচন অফিসার শেখ আদিল, উপজেলা খাদ্য কর্মকর্তা শেখ সেলিমে, বেলাব ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাপ মিয়া, চরউজিলাব ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, আমলাব ইউনিয়ন চেয়ারম্যান বশির আহম্মেদ পরশ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌসিক আলম ওয়াসীম, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি নাজমুল শাখাওয়াত বাবু, বেলাব সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার সাহা, বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন নীলু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হকসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
এর আগে প্রেসক্লাবের সদস্যরা আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।
Leave a Reply