হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
বিউটি কুইন বাংলাদেশ ২০২৪ এর জমজমাট এবং ব্যতিক্রম প্রচারণা চালানো হয়েছে। সকাল নয় টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ লক্ষী বাজার হতে মটর সাইকেল, টমটম ও ছাঁদ খোলা গাড়ীতে করে শতাধিক নারী মডেল নিয়ে পরান ঢাকার বিভিন্ন স্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ইডেন কলেজ, মীরপুর, সংসদ ভবন, রামপুরা, মগবাজার হয়ে শিল্পকলা একাডেমি সেগুনবাগিচায় এসে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভা যাত্রায় উপস্থিত ছিলেন বিউটি কুইন বাংলাদেশ ২০২৪ এর আয়োজক লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার বিশিষ্ট অভিনেতা, পরিচালক, প্রযোজক মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, স্কাই লাইন বিডি এন্টারটেইনমেন্ট এর স্বত্বাধিকারী আকাশ কুমার সাহা, রিয়েলিটি শো এর অন্যতম সমন্বয়ক স্নিগ্ধা হোসাইন প্রিয়া সহ অনেকে।
আগামী নয় জুন সকাল নয় টা থেকে রাত নয় টা পর্যন্ত কচি কাঁচার মেলা সেগুনবাগিচায় অডিশন অনুষ্ঠিত হবে। বিজয়ী বিউটি কুইন বাংলাদেশ ২০২৪ এর জন্য রয়েছে পাঁচ ভরি ওজনের সোনার মুকুট সহ আকর্ষণীয় পুরস্কার।
এছাড়া শীর্ষ দশ প্রতিযোগীর জন্য থাকছে সোনার মুকুট। অংশগ্রহণকারী প্রতিযোগিদের রয়েছে নাটক, সিনেমা এবং বিজ্ঞাপনে কাজ করার সুযোগ।
আয়োজক কর্তৃপক্ষ জানান ষোল থেকে পয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে কোন নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। অন লাইন, অফ লাইন এবং সরাসরি অফিস অথবা অডিশন স্পটে এক হাজার টাকা পরিশোধের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করা যাবে। দেশ বরণ্য অভিনেতা, অভিনেত্রী সহ বিভিন্ন অঙ্গনের পরিচিত গুনীজনরা থাকবেন বিচারক এবং গ্রুমার হিসেবে
Leave a Reply