ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চল বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১০ জন। এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশ জানায়, বাসে করে স্থানীয় একটি পোশাক কারখানার কর্মীরা যাচ্ছিলেন। সকাল সাতটা নাগাদ সাও পাওলো রাজ্য থেকে ৩৪০ কিলোমিটার দূরের তাগুয়াই শহরের কাছে পৌঁছালে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।উদ্ধারকারীরা এসে দেখতে পায় সবখানে মানুষের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কারা বাসের যাত্রী ছিলেন আর কারা ট্রাকের আরোহী ছিলেন তা বলা অসম্ভব, বলে জানায় পুলিশ।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করতেছে পুলিশ। তবে কিভাবে সংঘষের ঘটনা ঘটে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আহত ৪ জন মারা যান। মারাত্মক আহত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।রাজ্যের স্বাস্থ্যসচিব জেন গোরিঞ্চিন গ্লোবো নিউজ নেটওয়ার্ককে জানান, এ পরিস্থিতিতে রক্তের খুব প্রয়োজন। কিন্তু মহামারী করোনার কারণে আমাদের ব্লাডব্যাংক প্রায় শূন্য।
স্থানীয় গণমাধ্যম জানায়, বাসে ৫৩ জন যাত্রী ছিল। ট্রাকের চালক জীবিত আছে বলেও জানানো হয়।
Leave a Reply