নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় সাকিল ফকির (১৫) ও শাহীন মাতুব্বর (১৪) নামে দুই মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামেরদী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সাকিল চুমুরদী ইউনিয়নের পুর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের ছেলে এবং সে নবম শ্রেণিতে ছাত্র, আর শাহীন হামেরদী ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে। তারা দু’জনের স্থানীয় বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সাকিল ও শাহীন পুখুরিয়া হতে মোটরসাইকেল যোগে ভাঙ্গা বাজারে আসছিলো বই ক্রয়ের জন্য। দুর্ঘটনাস্থল হামেরদীর মোড়ে এসে মোটরসাইকেলটি ওভারটেক করতে গেলে সামনে থাকা অজ্ঞাত ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যূ হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে করা হয়েছে।
Leave a Reply