মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে কোস্টগার্ডের হাতে আটক ২৯ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ার ভাষানচরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ভাষানচর নৌবাহিনীর অফিসার ইনচার্জ লেফট্যানেন্ট আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুরে কক্সবাজার সংলগ্ন বঙ্গোপসাগরে অনুপ্রবেশকারী ২৯ জন রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ড। পরে রাত তিনটায় কোস্টগার্ড সদস্যরা আটককৃত রোহিঙ্গাদের ভাষানচরে নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ভাষানচরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সূত্র: ইত্তেফাক
Leave a Reply