জোনাকী ডেস্ক রিপোর্ট
একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট (বামুকট্রা)। সোমবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বামুকট্রা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ।
শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবস্থাপনা পরিচালক, সরকারের অতিরিক্ত সচিব এস এম মাহবুবুর রহমান এর নেতৃত্বে ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রাত ১২ঃ০১ মিনিটের আগেই নির্ধারিত স্থানে এসে উপস্থিত হন। এ সময় তাঁর সাথে ট্রাস্ট্রের পরিচালক (অর্থ) ড. মোঃ আমিনুল ইসলাম, ট্রাস্টের সচিব (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীল উপস্থিত ছিলেন। ঠিক একই সময় রেওয়াজ অনুযায়ী হুইলচেয়ারধারী মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণসহ অন্যান্যরা সেখানে উপস্থিত হন।
পরে করোনা পরিস্থিতির এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে বামুকট্রা’র পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন স্বাধীন বাংলাদেশের ভিত্তি। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে সারাদেশে উদযাপিত হয়ে আসছে মাসজুড়ে অমর একুশে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হচ্ছে।
Leave a Reply