ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নুরসহ ১৩ জন আহত হয়েছেন।
রোববার দুপুর পৌনে ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাষ্ট্রপতি বরাবর গ্রামীণফোনের আইনি নোটিশের প্রতিবাদে রাজু ভাস্কর্যে মানববন্ধন করে এসে নুরদের ওপর হামলা চালায় কয়েকজন। ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে লাঠিসোটা নিয়ে হামলা করে তারা। এছাড়া বাইরে থেকেও ইট-পাটকেল ছোড়া হয়। এতে ডাকসু ভবনের জানালার কাচ ও আসবাবপত্র তছনছ হয়ে যায়।
হামলায় ভিপি নুর, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক রাশেদ খান ও ফারুক হাসানসহ ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পাঁচজনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। আহত হয়ে কয়েকজন সেখানেই পড়ে ছিলেন।
ঘটনার বেশ কিছুক্ষণ পর প্রক্টরিয়াল টিম গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তারা আহতদের অ্যাম্বুলেন্স এবং রিকশাযোগে হাসপাতালে পাঠায়।
Leave a Reply