গাজী মামুন,লালমাই (কুমিল্লা)
কুমিল্লা লালমাই উপজেলার ঐতিহ্যবাহী ভুশ্চি বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বাজার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বিভিন্ন সমস্যার সমাধান, দোকানের নিরাপত্তা নিশ্চয়তার পাশাপাশি বাজারের পরিবেশ ঠিক রাখতে গত রবিবার (১১ জুন) বিকেলে বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়।
পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় বাজার ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে ভূলইন দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন মজুমদার’কে সভাপতি, ইকবাল হোসেন’কে সাধারণ সম্পাদক ও রফিকুল মমিন’কে কোষাধ্যক্ষ করে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আবুল বাশার মেম্বার, সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি আবদুল কাদের, সহ-সভাপতি আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-কোষাধ্যক্ষ ফজলুর রহমান, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক আবুল কালাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মহসিন, সদস্য রুহুল আমিন মজুমদার, ডা. সদেশ রায়, হায়াতুন নবী, শাহ আলম, জাকির হোসেন, রবিউল হোসেন, কবির হোসেন, সালামত উল্লাহ, শহিদ মিয়া, আনোয়ার হোসেন, ডা. তুহিন, ডা. সোহেল রানা, হিরন মিয়া, আবদুল মান্নান, আরিফ হোসেন, সঞ্জয়, জামাল হোসেন, আবুল হাসেম।
নব-কমিটির সভাপতি লিটন মজুমদার বলেন, ভুশ্চি বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, বাজারকে আরো গতিশীল ও সম্প্রসার করতে নতুন কমিটির সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
Leave a Reply