জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারা মোকারিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড নতুনহাট সংলগ্ন রামকৃষ্ণপুর গ্রামে আগুনে পুড়ে ছাই দিনমজুর ইউনুসের বসত বাড়ি ও গৃহপালিত পশু। এখন পরিবার নিয়ে পথে বাসার উপকূল।
বুধবার (১১ই অক্টোবর) মধ্য রাতে গোয়াল ঘরে রাখা মশার গ্লোবের আগুনে পুড়ে যায় নতুনহাট সংলগ্ন রামকৃষ্ণপুর গ্রামের মৃত রিয়াজুল পরামানিকের ছেলে ইউনুসের বসত বাড়ি সহ গোয়ালে রাখা গরু ও ছাগল।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ইউনুস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গরুর গোয়ালে মশা তাড়াতে সন্ধ্যা রাতে মশার গ্লোব জালানো হয়েছিল। কিন্তু গভীর রাতে আনুমানিক ১ টার দিকে দেখা যায় গরুর গোয়ালটিতে দাও দাও করে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসী আসার পূর্বেই গোয়ালে থাকা ৩টি ছাগল পুড়ে ছাই এবং ১টি গরু ও ৪টি ছাগল আগুনে পুড়ে ঝলছে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলো দিনমজুর ইউনুসের পরিবার।
দুপুরে ঘটনা স্থান পরিদর্শন করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম, মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোস্তাফিজুর রহমান ফিজু, ভেড়ামারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদ হাসান।
ঘটনা স্থান পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু সাংবাদিকদের জানান, গোয়ালে রাখা মশার গ্লোব থেকে এই অগ্নিকান্ড ঘটেছে। এতে রাতেই গোয়ালে থাকা ৩ টা ছাগল পুড়ে মারা যায় এবং এখনো ১টি গরু ও ৪ টি ছাগল আগুনে পুড়ে ঝলছে আছে। পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা ও সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বাস দেন এবং এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম ব্যক্তিগত অর্থায়ন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আপাতত পূর্ণবাসনের জন্য অর্থ সহায়তা প্রদান করেন।
Leave a Reply