জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার অফিসের শুভ উদ্বোধনী, সংস্থার কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই মে) বিকেল ৪ টায় ভেড়ামারা মধ্যবাজার হালিম বিশ্বাস সুপার মার্কেটে ফিতা কেটে অফিসের শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ।
উক্ত সংস্থার ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম লাল্টু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর ভাইস চেয়ারম্যান সিজুল হক মিনা, ভেড়ামারা পৌর বিএনপি ৭নং সভাপতি বদরুজ্জামান বাদল, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল আলিম, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস.এস আল হুসাইন সোহাগ, কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র ত্র্যাড. এস. এম বদিরুজ্জামান, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা, জাতীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
ভেড়ামারায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সহ-সভাপতি প্রকাশ উদ্দিন সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম সেলিম, সহ-সভাপতি হাসানুল কবির রনি, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হাসান অয়ন, রকিকুল জামাল বিশ্বাস, সাইফুল ইসলাম সবুজ, শেখ ফরিদুজ্জামান সজিব, আকাশ ইসলাম প্রমূখ।
Leave a Reply