জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মোকারিমপুর ইউনিয়নের দরবার শরিফ রোড মনি পার্কের রাস্তার পাশে ভাঙ্গা পাড়ায় অবস্থিত একটি পরিবার সকলের কাছে সাহায্যের আকুল আবেদন করেছে।
এলাকা সূত্রে জানা গেছে, ভেড়ামারা মোকারিমপুর ভাঙ্গা পাড়া নিবাসী মো: কামরুজ্জামান এর মেয়ে মোছাঃ বর্ষা খাতুন গলা-গাল-মুখ দিয়ে কালো বাড়তি চামড়া বেরে ভয়ংকর অবস্থা বিরাজ করছে। কামরুজ্জামানের নিজের কোন জমিজমা নেই। দিনমজুরির কাজ করে সংসার ও মেয়ের চিকিৎসা চালায়।
কামরুজ্জামান জানান, মেয়ের চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ করে এখন আমি ঋণগ্রস্থ। মোটামুটি আমাদের কিছু জমি ছিল সেটাও নদীতে ভেঙ্গে গিয়েছে। এখন অন্যের জমিতে বসবাস করছি। আমাদের এখন দুই বেলা খেয়ে বেঁচে থাকাটাই কষ্ট দায়ক। ছোট থেকেই মেয়ের গলা-গাল-মুখ দিয়ে কালো বাড়তি চামড়া বের হতে থাকে। আমি অনেক ডাক্তার দেখয়েছি কিন্তু কোন ভালোফলাফল পাইনি। কিছুদিন আগে ও ডাক্তার দেখানো হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। তা না হলে ভালো করা সম্ভব না। কিন্তু আমার এ অপারেশন করতে প্রায় সাড়ে ৩ থেকে ৪ লক্ষ টাকার প্রয়োজন বলে। কিন্তু এতো টাকা আমার পক্ষে একা যোগান দেওয়া সম্ভব না। তাই আকুল মিনতি আমার মেয়েকে একটি সুন্দর জীবন উপহার দিতে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমার সাথে যোগাযোগের নাম্বার- ০১৭১৪২৪৫১৭৫
বর্ষা খাতুন জানান, ছোট থেকেই আমার গলা-গাল-মুখ দিয়ে কালো বাড়তি চামড়া বৃদ্ধির রোগ হয়। এটা ক্রমশ বেড়ে চলেছে। আমার চিকিৎসার জন্য বাবা তার সর্বস্ব বিক্রয় করে আজ সর্বস্বান্ত। ডাক্তার বলেছেন অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। দিন মজুরি হওয়ায় প্রতিদিন বাবা সংসার চালাতেই হিমসিম খাচ্ছে। সুতরাং সহৃদয়বান ব্যক্তিরা একটু সহযোগিতা করলে আমি আর দশটা মানুষের মতো বাঁচতে পারবো।
Leave a Reply