জাহিদ হাসান, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকাশ কুমার কুন্ডুর সাথে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ।
আজ সোমবার (১২জুন) সকাল ১১ টায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে সাংবাদিক বৃন্দ।
এসময় ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান, সহ-সভাপতি ফয়জুল হক মিলন, হেলাল মজুমদার, সাধারণ সম্পাদক বাবলু মোস্তাফিজ, যুগ্ম সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, ওমর ফারুক, মাসুদ রানা, কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক জহুরুল কবীর নবীন, আইন ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান চন্দন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহন আলী, ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক রোহানুজ্জামান, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু, তূর্য্য হাসান, নোমান জহির রাজা, আরিফুল ইসলাম আরিফ, নাসিম উদ্দিন, শাকিল হোসেন, লিটন উজ্জামান, মতিয়ার রহমান মতি সহ ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় আকাশ কুমার কুন্ডু বলেন, আমি ভেড়ামারা আসার পূর্বে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্বরত ছিলাম। গত বৃহস্পতিবার (৮ জুন) বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের স্থলাভিক্তিক হয়। আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে নিরলস ভাবে ভেড়ামারা বাসিকে সেবা প্রদান করতে চাই এবং সকলের জন্য সর্ব সময় আমার সেবার দোয়ার খোলা থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply