জাহিদ হাসান ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার, নারী নির্যাতন এবং যৌতুক প্রতিরোধ আলেম সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪শে জুন) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও সমন্বয় সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, সহকারি কমিশনার (ভূমি) রোকসানা খাতুন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিবুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সহকারী প্রোগ্রামার আলমঙ্গীর হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মুসা কাজেম বিশ্বাস প্রমুখ।
Leave a Reply