জাহিদ হাসান ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় হাসানুল হক ইনু প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭শে জুন) সকাল ১১টায় বিদ্যালয় হল রুম কক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকাশ কুমার কুন্ডু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস.এম আনছার আলী, পিস এন্ড স্মাইল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহনেওয়াজ টিটু, ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আইয়ুব আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজ আল হাসান সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
Leave a Reply