জাহিদ হাসান ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে বিনামূল্যে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬শে জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ২০২২-২৩ অর্থবছরে খরিপ/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীম্মকালীন পেঁয়াজ, রোপা আমন (উফশি ও হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শায়খুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মাহমুদা সুলতালা পলি সহ প্রান্তিক কৃষকগণ।
Leave a Reply