জাহিদ হাসান ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় তুষার আহমেদ জিম (২২) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের প্রফেসর পাড়ার একটি বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত তুষার আহমেদ জিম প্রফেসর পাড়ার ফজলুল হকের ছেলে। নিহতের বাড়ির পাশে অবস্থিত গোলাম মোস্তফা রুবেলের বাড়ির নিচতলার সিড়ির ল্যান্ডিং প্লেস থেকে জিমের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত তুষার আহমেদ জিম দিনমনজুরের কাজ করতো। গত সোমবার সন্ধ্যার সময় তুষার আহমেদ জিম কে বাড়ির সামনে দাড়িয়ে থাকতে দেখা যায়। এরপর সে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে তার মোবাইলে ফোন দিলে কোন সাড়া মেলেনি। বাড়ির পাশে যেখানে বন্ধুরা মিলে আড্ডা দিতো সকালে সেখানে তার ফুফু তসলিমা খাতুন খুজতে যায়। গিয়ে দেখে সিঁড়ির ল্যান্ডিং প্লেসে তার রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে থানা থেকে সিআইডি ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়।
নিহতের ফুফু তসলিমা খাতুন বুড়ি বলেন, সন্ধ্যায় জিমকে বাড়ির সামনে দেখি আমাকে বলে বাড়িতে যাও। আমি তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলি। পরে আর তাকে পাওয়া যায়নি। সকালে পাশের একটি বাড়িতে তার লাশ দেখতে পায়।
বাড়ির মালিক গোলাম মোস্তফা রুবেল বলেন, আমার বাড়ির সামনের গেট লাগানো থাকে সবসময়। তবে বাড়ির পেছনের অংশের গেট খোলা থাকে। যেটা নির্মাণাধীন অবস্থায় আছে। বিগত তিন মাস ধরে এ বাড়িতে কোন ভাড়াটিয়া নেই।
প্রফেসর পাড়ার বাসিন্দা মোস্তফা বলেন, জিম যথেষ্ট শান্ত সৃষ্ট ছেলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করতো। তার সমবয়সী বন্ধুরা মিলে দীর্ঘদিন ধরে এ বাড়িতে আড্ডা দেয়।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থানে যায়। সিআইডির ক্রাইমসিন টিমকে খবর পাঠানো হয়েছে। তারা আসলে কার্যক্রম শেষে মরদেহকে পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হবে। তার পরবর্তীতে মামলা হবে বলে তিনি জানান।
Leave a Reply