ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মাদককে না বলি, অপরাধমুক্ত সমাজ গড়ি এ স্লোগান কে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জগমোহন পুর উওর পাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯জুন) বিকেলে উপজেলা আগানগর ইউনিয়ন জগমোহন পুর ঈদগাহ মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন আগানগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের দুই বারের সফল মেম্বার জাহাঙ্গীর আলম।
স্থানীয় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের খুব সুন্দর খেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর এমন খেলা দেখতে পেরে দারুন খুশি বিভিন্ন বয়সী দর্শক। মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানায় ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্যরা।
আরমান তালুকদারের সন্ঞ্চালনায় এসয়ম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুজন মিয়া, যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ খোকন, দুলিগনি দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোঃ তারা মিয়া, সরুজ মিয়া, রহিম মিয়া প্রমুখ।
যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের খেলায় সাদা জার্সি গায়ে বড় দল একাদশ কে ২-১ পরাজিত করে বিজয়ী হয় লাল জার্সি গায়ে ছোট দল একাদশ।
Leave a Reply