1. mostafa0192@gmail.com : admin2024 :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

মটরসাইকেল ও হকারদের দখলে কিশোরগঞ্জ সড়ক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭ বার পঠিত

মো. ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ মটরসাইকেলের অবৈধপার্কিং ও রাস্তার দু’পাশে ফুটপাত হকারদের দখলে কিশোরগঞ্জ শহরে যানজট সমস্যা এখন পৌরবাসীর নিত্যদিনের ভোগান্তি।

যত্রতত্র অবৈধ পার্কিং ও ফুটপাতে ভ্রাম্যমাণ দোকান বসানোর কারণে রাস্তার দু’পার্শে¦র ফুটপাত চলে গেছে হকারদের দখলে। ফুটপাতে হাঁটার জায়গা না থাকায় পথচারী চলাচলে সড়কে বেড়েছে যানজট। সড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ থাকলেও যানজট পরিস্থিতি অনেকটাই অনিয়ন্ত্রিত।

সোমবার ৩০ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, শহরে রাস্তার দু’পাশে হকাররা সারি সারি দোকান বসিয়েছে। এ কারণে ফুটপাত দিয়ে চলাচল করতে পারছে না পথচারী। ফুটপাতের পাশেই অর্ধেক সড়কজুড়ে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান। তাছাড়া বেআইনিভাবে অভিজাত শপিংমলের সামনে মটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে। রাস্তা দখল করে কাপড়, ফলের দোকান বসিয়ে সারাবছরই চলে বেচাকেনা। শহরের বেশির ভাগ ফুটপাত হকারদের দখলে। এতে সাধারণের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। কেউ কেউ ফুটপাতের ওপরেই ছাউনি দিয়ে পণ্য ঝুলিয়ে রেখেছে।

চাকুরিজীবী, পথচারি ও স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন, শহরের ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে হাঁটার কোনো উপায় নেই। পৌর কর্তৃপক্ষের কাছে তাদের দাবি, দ্রুত ফুটপাত চলাচলের উপযোগী করা হোক।

যানজট নিরসনে পৌরসভা সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

যানজট নিরসনের ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘কিশোরগঞ্জ শহরে মানুষের কর্মচাঞ্চল্য বাড়লেও রাস্তাঘাট প্রশস্ত হয়নি। শহরে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পরিবহন হওয়ায় যানজট সব সময় লেগেই থাকে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host