নরসিংদী জেলার মনোহরদী উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর দুপুরে উপজেলা অডিটোরিয়মে মনোহরদী উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক নাছিমা পারভীনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থেত ছিলেন,নরসিংদী ৪ আসেরন সাংসদ শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী ৩(শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী ২(পলাশ’র)সাংসদ আনোয়রুল আশরাফ খান দিলিপ, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম. তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী , নরসিংদী পৌর সভার মেয়র কামরুজ্জামান কামরুল, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.মু. ফজলুল হক।
ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার ফাতেমা। অনুষ্ঠিত সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ইয়াসমিন সুলতানা।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায় , নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন , মনোহরদী পৌর সভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুমি সরকার ফাতেমা, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা প্রমুখ।
সম্মেলন সঞ্চলনায় ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন । দ্বিতীয় অধিবেশনে সম্মেলনে মনোহরদী উপজেলার মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করে একান্ন সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।সভাপতি ইসরাত জাহান তামান্না, সাধারণ সম্পাদক আফরোজা সুলতানা রুবী। এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ প্রমুখ।
Leave a Reply