মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী):
"আপনার আস্থাই আমাদের শক্তি" ও আপনার প্রতিবেশী হয়ে ছড়িয়ে আছে সারাদেশে সীমাহীন দিগন্ত নিয়ে" এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপ-শাখা আইএফআইসি ব্যাংকের উদ্যোগে মধুমাস ফল উৎসব পালন করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে আইএফআইসি ব্যাংক মনোহরদী উপ-শাখার ইনচার্জ মো. উজ্জল খাঁন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক নরসিংদী শাখার ব্যবস্থাপক মো.মিজানুর রহমান। মধুমাসের সকল দেশিও ফল দিয়ে আয়োজন করা হয় ফল উৎসবের।
প্রধান অতিথি মিজানুর রহমান বলেন, আমাদের ব্যাংক থেকে গ্রাহকদের যেমন ভালো সার্ভিস দিয়ে থাকি তেমনি তাদের সাথে আরোও ভালো সম্পর্ক গড়ে তুলতে আজকে এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে।
পরিশেষে তিনি বলেন, আমরা সবসময় সকল শ্রেনী পেশার মানুষদের জন্য আমাদের সর্বোচ্চ সার্ভিসটিই দেওয়ার চেষ্টা করি।
এসময় উপস্থিত ছিলেন মনোহরদী কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংবাধিক মোঃ মোবারক হোসেন, আইএফআইসি ব্যাংক মনোহরদী উপ-শাখার ট্রান্সজেশন অফিসার (টিএসও) আনিশা তাহসেন স্বর্না, ব্যবসায়ী আব্দুল মান্নান, মনোহরদী বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ব্যাংকের আমানতকারীগণ।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: news.jonakitv@gmail.com
Copyright © 2024 Jonakitv. All rights reserved.