নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদীতে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাগে, আভিমানে গলায় দড়ি দিলেন স্বর্ণাকা বর্মন (২৫) নামের এক গৃহবধূ ।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ওই গৃহবধূ নিজের বসত ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্বর্ণাকা বর্মন উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী বর্মন পাড়ার অমিত চন্দ্র বর্মনের স্ত্রী এবং তিন মাসের এক ছেলে সন্তানের জননী।
পুলিশ এবং নিহতের স্বামীর বাড়ি সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় স্বামী এবং স্ত্রীর মাঝে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি হয়। রাতে খাওয়া দাওয়ার পর স্বামী-স্ত্রী উভয়ে অন্যদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে। রাত বারটার দিকে স্বামী অমিতের ঘুম ভেঙ্গে গেলে ঘরের ধন্নার সাথে শাড়ি কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্ত্রী স্বর্ণাকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় সে বাড়ীর অন্যান্য লোকজনদের ডাকাডাকি শুরু করে।পরে পুলিশে খবর দিলে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply