মনোহরদী প্রতিনিধি
মুজিববর্ষ এ উপলক্ষে চলতি মৌসুমে সারা দেশে বৃক্ষরোপণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ নির্দেশনাকে বাস্তবায়ন করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
এরই প্রেক্ষিতে শুক্রবার মনোহরদী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মনোহরদী সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, মনোহরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর ইসলাম নাইম। এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক আরিফ শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক তৌফিকুল ইসলাম প্রমুখ।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/২০-০৬-২০ইং
Leave a Reply