নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কারের ধাক্কায় কাজল মিয়া (৫০)নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) ভোরে উপজেলার চালাকচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজল মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত.মান্নানের ছেলে। এবং চালাকচর বাজারের একজন কাপড় ব্যবসায়ী।
নিহতের প্রতিবেশী মো.নয়ন মিয়া জানান, ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার ভোরে বাবুর হাট থেকে কাপড় কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে চালাকচর বাসস্ট্যান্ডে আসে কাজল মিয়া। চালাকচর বাসস্ট্যান্ডে রাস্তা পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাক ও প্রাইভেটকার পরস্পর বিপরিত দিকে ক্রসিং কারার সময় প্রাইভেটকারটি কাজল মিয়াকে চাপা দেয়। এতে চাপায় ঘটনাস্থলেই কাজল মিয়ার মৃত্যু হয়। এদিকে প্রাইভেট কারটি কাজল মিয়াকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই
কাজল মিয়া নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply