মনোহরদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ রানা জলিল (৩২) নামে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে খিদিরপুর ইউনিয়নের পীরপুর উজানপাড়া গ্রামের নিহতের নিজ বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। জলিল ওই গ্রামের আব্দুস জব্বারের ছেলে। তিনি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাহিনীর কুষ্টিয়া অঞ্চলে কর্মরত ছিলেন।
স্বজনরা জানায়, এক সপ্তাহ আগে কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ীতে এসেছিলেন জলিল। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে বিদ্যুৎতের লাইনে সমস্যা হলে তা মেরামত করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৯-০৬-২০ইং
Leave a Reply